সারাদেশ

শীতে কাঁপছে ‍কুড়িগ্রাম, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও কমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, গত দুই সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১১-১৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। সকালে ঘন কুয়াশায় আছন্ন হয়ে পড়ে গোটা জনপদ।

এদিকে প্রচণ্ড শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠাণ্ডার কারণে তারা কাজে বের হতে পারছেন না তারা। উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পাচ্ছেন নদ-নদী তীরবর্তী মানুষ।

Comment here

Facebook Share