শুধু মিরপুরেই করোনায় আক্রান্ত ১১ জন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

শুধু মিরপুরেই করোনায় আক্রান্ত ১১ জন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত ৮৮ জনের মধ্যে কেবল রাজধানীর মিরপুর এলাকায় রয়েছেন ১১ জন। এ ছাড়া বাসাবো এলাকায় ৯ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন। আজ রোববার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের একটি ক্লাস্টার (গুচ্ছ) রয়েছে মিরপুরের টোলারবাগে। টোলারবাগে ছয়জন ও মিরপুরের অন্যান্য জায়গায় আরও পাঁচজন রোগী রয়েছে। অর্থাৎ বৃহত্তর মিরপুরে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন।’

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘এরকম একটি ক্লাস্টার রয়েছে আমাদের বাসাবো এলাকায়। সেখানে আমাদের ৯ জন রোগী চিহ্নিত হয়েছে।’

এই বিশেষজ্ঞ বলেন, ‘আমরা এই দুটো এলাকাকে বিশেষভাবে কন্টেইনমেন্ট করছি। এই দুটো এলাকায় শুধুমাত্র রোগী নয়, রোগীর কন্টাক্টে যারা এসেছেন কিংবা আসার সম্ভাবনা রয়েছে এবং যাদের মধ্যে মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে, তাদেরও নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করছি। যাতে করে রোগটি ওখান থেকে ছড়িয়ে না পড়ে।’

সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ‘গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে বেশিরভাগই বিভিন্ন ক্লাস্টারের অংশ।’

Comment here