শেরপুরে আবারও অসহায় দরিদ্রদের পাশে যুবলীগ নেতা ফেরদৌস জামান মুকুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শেরপুরে আবারও অসহায় দরিদ্রদের পাশে যুবলীগ নেতা ফেরদৌস জামান মুকুল

মশিউর রহমান বগুড়া প্রতিনিধি : নোভেল করোনা ভাইরাসের প্রভাবে দেশের সঙ্কটময় মূহুর্তে আবারও অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস জামান মুকুল।

 

গত ২৩শে মে শনিবার এর নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফেরদৌস জামান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া বলেন দেশের এই সঙ্কটময় মূহুর্তে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায় দরিদ্রদের পাশে বারবার সহযোগিতার হাত বাড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেরদৌস জামান মুকুল। আমরা তার জন্য দোয়া করি সে সবসময় এভাবে মানুষের সেবা করতে পারে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ জাকির হোসেন মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ভবানীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রামকৃষ্ণ দাস, শহর যুবলীগের প্রচার প্রকাশনা সম্পাদক শাহীন শেখ, শহর সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক শেখ, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শাহিন আকতার মেরাজ, ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নুরে আলম নয়ন সহ আরও গণ্যমান্য নেতৃবৃন্দ

Comment here