মশিউর রহমান, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের আমইন গ্রামের আলহাজ্ব সাত্তার এর জামাতা ব্রিটিশ আমেরিকা টবাকো কোম্পানীতে কর্মরত দোস্ত মোহাম্মদ এর উদ্যোগে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে প্রায় ৪৫০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ৫ই এপ্রিল রবিবার বিকাল ৪ ঘটিকার দিকে আমইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গনে মরণব্যধি করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিনে থাকা অসহায় ও দরিদ্র পরিবারের মাছে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসব খাদ্যসামগ্রীর তালিকায় ছিল চাল, আলু, পেঁয়াজ, বেগুন, কাঁচা মরিচ, লবণ ইত্যাদি।
এসময় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু, সাংগঠনিক সম্পাদক আশাদুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুট্টু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফিজার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলুনুর রহমান মিলন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন, আমইন গ্রামের বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন, জুয়েল তালুকদার, জাহিদুল ইসলাম, রাজেক আলী সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে খাদ্যসামগ্রী বিতরণ শেষে কুসুম্বী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য গোলাম হোসেন এর সঙ্গে খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, সর্বপ্রথম আমি আমার ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে আমইন গ্রামের জামাতা দোস্ত মোহাম্মদের এ মহৎ উদ্যোগের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে দোস্ত মোহাম্মদ এর নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করায় আমার ওয়ার্ড বাসী খুবই আনন্দিত। আমি তার জীবনের সার্বিক উন্নতি কামনা করি।
Comment here