শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও চিকিৎসা সেবা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও চিকিৎসা সেবা

ঝিনাইগাতী প্রতিনিধি, মোঃ লাভলু মিয়া : ঝিনাইগাতী প্রতিনিধি:শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলায়  প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও চিকিৎসা সেবায় নিয়োজিত কানদুলি বুদ্ধিপ্রতিবন্দী অটিস্টিক বিদ্যালয় 126 জন ছাত্র ছাত্রী  প্রতিবন্ধী শিশুদেরপাঠাদানে 15 জন শিক্ষক নিহত আছেন, তারা 2016 সাল হইতে 2020 এখন পর্যন্ত বিনা বেতনে শিক্ষা  ও চিকিৎসা সেবা দিয়ে আসছেন অত্র বিদ্যালয়টি সরকারি ভাবে রেজিস্টার করা হয়েছে তবে সরকারি কোন অনুদান পায়নি, তাই বাংলাদেশ সরকারের কাছে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসীর একটাই দাবি অত্র বিদ্যালয়টি সরকারিকরণ করা  হোক।

 

অত্র বিদ্যালয় সরকারিকরণ হলে এসব এলাকার প্রতিবন্ধী শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে।

Comment here