শ্রমিকদের বোনাস ৩০ মে, মজুরি ২ জুনের মধ্যে পরিশোধের আহ্বান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

শ্রমিকদের বোনাস ৩০ মে, মজুরি ২ জুনের মধ্যে পরিশোধের আহ্বান

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস বা উৎসব ভাতা ৩০ মে ও চলতি মাসের মজুরি ২ জুনের মধ্যে দিতে পোশাকশিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট–বিষয়ক কোর কমিটির ৪২তম সভায় এই আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী।

সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পোশাকশিল্প মালিকদের শ্রমিকের ঈদ বোনাস ৩০ মে এবং মে মাসের বেতন ২ জুনের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়েছি। মালিকপক্ষ সে অনুযায়ী বেতন-ভাতা দিতে সম্মত হয়েছে। আমরা মালিকদের বলেছি, যারা সম্পূর্ণ বেতন দিতে পারবেন, তারা দিয়ে দেবেন। কোনো মালিক মে মাসের সম্পূর্ণ মজুরি না দিতে পারলে তা শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করবেন।’

সভায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, ‘জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ। তাই ঈদের ছুটির পরে ১০ দিনের মজুরি পেলে পোশাক শ্রমিকদের জন্যই ভালো। শ্রমিকেরা ওই ১০ দিনের মজুরিতে বাকি মাসটি ভালোভাবে পার করতে পারবেন।’

সভায় ভারপ্রাপ্ত শ্রমসচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, মোল্লা জালাল, রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Comment here