মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২,নং গাজীপুর ইউনিয়ন নিজমাওনা গ্রামের দক্ষিণ পাড়ায়,
৩০/৩/২০২০ইং সোমবার
এলাকাবাসির উদ্দোগ্যে জীবাণুনাশক স্প্রে করেছেন এলাকাবাসি।
শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বেশ কয়েকটি পাড়া মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে কীটনাশক মিশ্রিত পানি দিয়ে রাস্তাঘাট, দোকানপাট, বিল্ডিং, বিভিন্ন জনসমাগম জায়গা, যানবাহন স্প্রে করে জীবাণুমুক্ত ও সরকারি বিধিনিষেধ তুলে ধরে জনসাধারণকে সচেতনতা মুলক পরামর্শ দিয়েছেন এলাকার একদল শিক্ষিত
তরুণ যুবকরা।
স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করেছেন।
মোঃ খোরশেদ ফকির, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী, মোঃ ফজলে রাব্বী২, ইসরাফিল, মিজান, তৌকির, আল রোহান, আসিক, রাকিব, আনোয়ার, মোঃ খালেদ ইবনে রিফাত মন্ডল প্রমুখ।
এ কর্মসূচি ৯নং ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি হাবিবুর রহমান (হাবু) এর নেতৃত্বে পরিচালনা করা হয় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট
আয়নার হক বলেন, এই সংকটময় ও ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে সচেতন হতে হবে, আমি নিজে ও আমার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে, বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। ধর্মীয় নিয়মনীতি ও সরকারি বিধিনিষেধ মেনে চললে খুবই দ্রুত আমরা এই দুরবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ।
Comment here