মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার :গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানিয়াচর গ্রামের মোঃ মজিবর রহমানের বাড়ি থেকে
গতো৩০/০৯/২০১৯ইং সোমবাররাতে বিভিন্ন প্রজাতের আনুমানিক ৭ লক্ষ ১৫ হাজার টাকা মুল্যের ১০ টি গরু চুরি করে নিয়ে যায় চুর চক্রের সক্রিয় সদস্যরা।
পরের দিন০১/১০/২০১৯ইং মঙ্গল বারমোঃ মজিবর রহমান এর লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেনশ্রীপুর মডেল থানা পুলিশ।
গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার(পিপিএম) ওশ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলীর দিক নির্দেশনায়মামলার ভিত্তিতে তদন্তে নামেন ঢাকা রেঞ্জের টানা ১৩.বারের মতো সেরা তদন্ত অফিসার,যার সততার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসির উনার হাত থেকেও পুরুষ্কার গ্রহণ করেছেন যিনি শ্রীপুর মডেল থানাকে খুন, অপহরণ, সন্ত্রাসী, কালো বাজারি, চাঁদাবাজ, মাদক নির্মূল করার জন্য, সততা, স্বাহশীর সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস,আই মোঃ শহিদুল ইসলাম মোল্লা(বিপিএম) এস,আই মোঃ শহিদুল ইসলাম মোল্লা(বিপিএম) দৈনিক মুক্ত আওয়াজকে জানান।
গোপন সংবাদের ভিত্তিতে,
পুলিশের আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রয়োগ করে এবং বিশ্বস্ত সোর্স কাজে লাগিয়ে
কালিয়াকৈর, কোনাবাড়ী, ও জয়দেবপুরের বিভিন্ন জায়গায় সঙ্গীয়ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
এসময় চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর মৌচাক এলাকার চেয়ারম্যানের বাগান বাড়ী থেকে, আনুমানিক মুল্য ১ লাখ ১৫ হাজার টাকা
দামের দুটি গরু
উদ্ধার করে
ও চুরির কাজে ব্যবহারীত কুড়ীগ্রাম , সিরাজগঞ্জ ও বগুড়াজেলার বিভিন্ন এলাকার হাট বাজারের গরু ক্রয় বিক্রয়ের ৭ টি নকল রশিদ বই উদ্ধার করে।
গরু চুরি করা প্রাথমিকভাবে চেয়ারম্যানের বাগান বাড়িতে কেয়ারটেকার জুয়েলের কাছে গচ্ছিত রাখতো এবং সময় সুযোগ বুঝে বিভিন্ন হাট বাজারে এগুলো বিক্রয় করতো।
গরু চোর চক্রের সদস্যদের ব্যাপারে জানাতে চাইলে।
এস,আই মোঃ শহিদুল ইসলাম মোল্লা(বিপিএম)
দৈনিক মুক্ত আওয়াজকে জানান।
গ্রেফতারকৃতরা হলো
১/শিপন(২৫) পিতা, সাদা মিয়া, সাং গোয়ালিরচর
থানা, ইসলাম পুর, জেলা, জামলপুর।
২/জনি(২৫) পিতা, মোঃ রফিক মিয়া, সাং নাকাটি
থানা, জামালপুর সদর জেলা, জামালপুর।
৩/জুয়েল রানা(৩৮) পিতা, মৃত আব্দুল মন্ডল, সাং রতনকান্দি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ
৪/এরশাদুল ইসলাম(২৫) পিতা- আঃ গফুর, সাং ভাওয়াল মির্জাপুর, থানা- জয়দেবপুর সদর, জেলা-গাজীপুর।
৫/জাবেদুর (৩০), পিতা- মোঃ আলম, সাং- বেঙ্গারচর, থানা- ইসলামপুর, জেলা – জামালপুর।
৬/তৈয়ব আলী(২৮), পিতা- মৃত আলেফ মিয়া, সাং- চর হাতিজা, থানা- মেলান্দাহ, জেলা- জামলপুর।
৭/ইব্রাহিম মিস্ত্রি(৫৫), পিতা- মোঃ সোনা মন্ডল, সাং- মাছবাডী পশ্চিমপাড়া, থানা- ইসলাম পুর, জেলা- জামালপুর।
তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়া বাড়ীতে বসবাস করতো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) লিয়াকত আলী জনান , গরু চুরি রোধে শ্রীপুরের বিভিন্ন এলাকায় আমরা মাঠ বৈঠকের মাধ্যমে জনগনকে সচেতন করে যাচ্ছি।
গরু ক্রয় বিক্রয়ের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে ক্রয় বিক্রয় করার জন্য হাট বাজারের ইজারাদারদের নির্দেশ দিয়েছি।
গ্রেফতারকৃতরা চুর চক্রের সক্রিয় সদস্য , গরু ও বিভিন্ন হাট বাজারের নকল রশিদ বই উদ্ধার করা হয়েছে।
তারা অত্যন্ত সুকৌলে গরু চুরি করে,
রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনির চোখ এড়াতে ভূয়া , নকল রশিদ বই ব্যবহার করতো। তাদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Attachments area
Comment here