শ্রীপুরে পৃথক স্থানে মাদক ক্রয়-বিক্রয়কালে আটক ২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

শ্রীপুরে পৃথক স্থানে মাদক ক্রয়-বিক্রয়কালে আটক ২

মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার : গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা ২৪/০৯/২০১৯ইং মঙ্গলবার রাত ০৮.টা ৩৫.মিনিটে গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীমের অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন নোয়াগাঁও সাকিনন্থ রাজেন্দ্রপুর বাজার হইতে মারতাগামী পাকা সড়কের দক্ষিন পাশের রিদয় এর পার্টস এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১/মোঃ শামছুল হক (৩৫) পিতা-আঃ রাজ্জাক, সাং-নোয়াগাঁও, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর ৫০ (পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শামছুল হককে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্তে এসআই (নিঃ)কাজী শাওন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ২৫/০৯/২০১৯ইং বুধবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন, মামলার নং-১০৩।

অন্যদিকে এস,আই (নিঃ) মোঃ হাফিজ উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০.টা ১৫.মিনিটে শ্রীপুর থানাধীন শ্রীপুর কলেজ পাড়া সাকিনে শ্রীপুর টু গোসিংগা পাঁকা রাস্তার উপর জনৈক রাসেল মিয়া এর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১/মোঃ ফারুক (৪৬) পিতা-মোঃ আঃ রাজ্জাক সাং-বাগমারা থানা-শ্রীপুর জেলা-গাজীপুর। ২০ (বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফারুককে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে এস,আই (নিঃ) মোঃ সরোয়ার হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ২৫/০৯/২০১৯ইং বুধবার শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০৪।

Comment here