শ্রীপুরে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

শ্রীপুরে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সংগে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাবের একটি দল চন্দ্রা এলাকা থেকে একটি সাদা ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারকে তাড়া করে কড়ইতলা নামক এলাকায় এসে পৌছে।পরে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে।এতে ঘটনাস্থলেই আশফাকুল ইসলাম(৩২)নামক এক মাদক ব্যবসায়ী নিহত হয়।সে চুয়াডাঙ্গার শওকত ইসলামের ছেলে।

এ সময় তার গাড়িতে থাকা প্রায় ২০ লক্ষ টাকার ফেনসিডিল ও একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Comment here