অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে অবশেষে পদত্যাগ করেছেন। চলমান অর্থনৈতিক ও গণবিক্ষোভের মুখে আজ সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি ও ইন্ডিয়া টুডে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা রাষ্ট্রপতির কাছে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগপত্র হস্তান্তর করেছেন।
তবে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন।’
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা হলেন মহিন্দা রাজাপাকসার বড় ভাই।
এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপাকসার ইস্তফার দাবি জোরদার হয়েছিল ভারতের দক্ষিণের এই দ্বীপ রাষ্ট্রে।
এদিকে বাণিজ্যিক রাজধানী কলম্বোতে সহিংসতার পর কারফিউ জারি করা হয়েছে। ক্ষমতাসীন দলের সমর্থকেরা বিক্ষোভকারীদের গুরুত্বপূর্ণ একটি অবস্থানে হামলা চালানোর প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হামলাকারীদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও পানি কামান ব্যবহার করে।
এর আগে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম কলম্বো পেজ জানিয়েছিল, শনিবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাড়িতে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রেসিডেন্ট গোটাবায়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে তার পদথেকে পদত্যাগের অনুরোধ জানান। তাতে মাহিন্দা রাজাপাকসে ইতিবাচক সারা দিয়েছিলেন।
এদিকে চলমান আন্দোলনের কারণে চাপের মুখে আছেন গোটাবায়া নিজেও। শ্রীলঙ্কার সাধারণ মানুষ তার পদত্যাগেরও দাবি জানিয়ে আসছে।
Comment here