নিজস্ব প্রতিবেদক :দোকানপাট খোলার পর দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠকের আগ মুহূর্তে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ কিছুটা বাড়ছে। আমরা গত কয়েকদিন দেখেছি চার-পাঁচশ করে, এখন ছয়শ ছাড়িয়ে সাতশতে পৌঁছেছে। যেহেতু মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে। দোকানপাটে আনাগোনা বাড়ছে কাজেই সংক্রমণ যে বৃদ্ধি পাবে এটা আমাদের ধরেই নিতে হবে।’
সরকারের এ মন্ত্রী আরও বলেন, ‘আমাদেরকে যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের যে কথা বলছে, জীবন জীবিকা দুটাই সাথে সাথে যাবে। কাজেই সেভাবেই এই কাজগুলো হয়ে যাচ্ছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে। আমাদের ম্যান্ডেট হলো, রোগীগুলো যাতে সঠিক চিকিৎসা পায়, তাদের সঠিকভাবে রাখতে পারি- এভাবে সংক্রমণ যাতে না বাড়ে সে পরামর্শ দেওয়া।’
করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে।
Comment here