সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে অন্যতম প্রভাবশালী সামাজিক মাধ্যম ফেসবুকের। এর মূল কোম্পানি মেটা নেটওয়ার্কস বলছে, গত বছরের শেষ তিন মাসে ফেসবুকের দৈনিক ব্যবহারকারী ছিল ১৯২ কোটি ৯০ লাখ। তার আগের তিন মাসে ফেসবুকের দৈনিক ব্যবহারকারীর এ সংখ্যা ছিল ১৯৩ কোটি। খবর বিবিসির।

প্রতিদ্বন্দ্বী টিকটক এবং ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার মুখে ফেসবুকের আয়ও কমেছে বলে সতর্ক করে দিয়েছে মেটা। বিজ্ঞাপনদাতারা তাদের ব্যয়ে কাটছাঁট করায়ও আয় কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। নিউইয়র্কে মেটার শেয়ারের দামও প্রায় ২০ শতাংশের বেশি কমেছে। যা এ কোম্পানির শেয়ারবাজার মূল্যের প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলারের সমান।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেছেন, দর্শকরা বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্ল্যাটফরমে চলে যাওয়ায় ফেসবুকের রাজস্ব প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুগলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফরম মেটা। কোম্পানিটি বলছে, অ্যাপলের অপারেটিং সিস্টেমে গোপনীয়তায় পরিবর্তন আনার কারণেও ফেসবুকের বিজ্ঞাপন কমে গেছে।

মেটার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ডেইভ ওয়েহনার বলেন, অ্যাপলের গোপনীয়তায় পরিবর্তন আনার কারণে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্র্যান্ডগুলো তাদের লক্ষ্য অনুযায়ী বিজ্ঞাপন দিয়ে ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারছে না। এর ফলে চলতি বছরে এক হাজার কোটি মার্কিন ডলারের রাজস্ব আয় কম হতে পারে।

মেটার মোট আয়; যার বেশিরভাগ অংশ আসে বিজ্ঞাপনী বিক্রয় থেকে, তা বেড়ে ৩৩৩৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা মেটার আয় নিয়ে করা পূর্বাভাসের চেয়ে সামান্য বেশি।

আগামী তিন মাসে এ কোম্পানির আয় ২৭০০ কোটি থেকে ২৯০০ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মেটার এ আয়ের পূর্বাভাস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম।

 

Comment here