জাতীয়

সফল অস্ত্রোপচার সম্পন্ন প্রধানমন্ত্রীর চোখে

লন্ডনের মর‌ফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল শ‌নিবার তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আজ রোববার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের জেষ্ঠ্য এক নেতা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে নাগাদ দেশে ফিরবেন কিংবা লন্ডনে তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন কি না এ বিষয়ে নিশ্চিত করতে পারেননি আওয়ামী লীগের এই নেতা।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী জানান, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে তাদের কাছে নির্দিষ্ট কোনো শিডিউল নেই।

গত পহেলা মে চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো সেখানেই অবস্থান করছেন তিনি।

Comment here

Facebook Share