নিজস্ব প্রতিবেদক : কচুরিপানা খাওয়া নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নুর বলেন, ‘ভোগান্তির জন্য প্রস্তুত থাকো বোকাসোকা জনগণ। সবেমাত্র কচুরিপানা খেতে বলা, কয়েকদিন পর বলবে তিনবেলা খাওয়া নিষেধ, দুইবেলা খেতে হবে।’
দুর্বৃত্তায়নের রাজনীতির ফলাফল শীর্ষক ওই ফেসবুক পোস্টে ভিপি নুর বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগ নাই,ব্যবসার উপযুক্ত পরিবেশ না থাকায় দেশীয় বিনিয়োগেও খরা,বিদেশে রপ্তানির অন্যতম খাত গার্মেন্টসের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে।’
ডাকসু ভিপি আরও বলেন, ‘ব্যাংক, শেয়ারবাজার থেকে ছোট ও মাঝারি বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা লুটপাট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অর্থে সরকারের হাত- সব মিলিয়ে দেশের অর্থনীতি এখন চরম খারাপ পর্যায়ে রয়েছে।’
প্রসঙ্গত, গত সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কচুরিপানা নিয়ে কিছু করা যায় কিনা, কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনোমতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’
মন্ত্রীর এমন বক্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। জাতীয় সংসদেও তার বক্তব্যের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
অবশ্য পরিকল্পনামন্ত্রীর ভাষ্য, তিনি কচুরিপানা খেতে নয়, গবেষণা করতে বলেছেন।
Comment here