ঢাকাসমগ্র বাংলা

সম্রাটের অফিস থেকে যা যা পাওয়া গেল

নিজস্ব প্রতিবেদক : যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের কার্যালয়ে অভিযান শেষ হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে অভিযান শেষ করে র‌্যাব।

সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে বন্যপ্রাণীর চামড়া, গুলিসহ একটি পিস্তল, বিপুল পরিমাণ বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সহযোগী আরমানসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে সকালেই ঢাকায় নিয়ে আসা হয়।

দুপুরে সম্রাটকে নিয়ে তার কাকরাইল কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাব। কয়েক ঘণ্টার অভিযান শেষে কার্যালয় র‌্যাবের একটি গাড়িতে করে সম্রাটকে নিয়ে যাওয়া হয়।

Comment here

Facebook Share