সরকারি চাকরিতে থেকে ভারতীয় নাগরিকত্ব! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সরকারি চাকরিতে থেকে ভারতীয় নাগরিকত্ব!

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৫৬ নং চিথলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলু মিত্র@অবিনাশ এর বিরুদ্ধে তথ্য গোপন করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামেও ভারতের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, যা সরকারি চাকরি বিধিমালা ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

দেশের বিদ্যমান আইনুযায়ী সরকারি চাকরিজীবী কোনো ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তার চাকরি বৈধ থাকে না। চাকরিতে কর্মরত সরকারি যে কোন কর্মচারী ধর্মীয় বা চিকিৎসার গ্রহনের নিমিত্তে নির্দিষ্ট সময়ের জন্যও যদি দেশের বাহিরে গমন করেন সে ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয় অথচ অভিযুক্ত বুলু মিত্র@অবিনাশ কোনো অনুমোদন না নিয়েই নিয়মবহির্ভূতভাবে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ভারতীয় ভোটার কার্ডসহ অন্যান্য ডকুমেন্ট দেখালে পরে মৌখিকভাবে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেছেন।

এলাকাবাসী ও সমাজের সচেতন নাগরিকগণ জানিয়েছেন, সরকারি দায়িত্বশীল ব্যক্তির এমন কর্মকাণ্ড প্রশাসনের নজরে আসা জরুরি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত ও প্রয়োজনীয় শাস্তির দাবি করেছেন।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন এবং আইন অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়। আমাদের টিম এ বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখবে এবং প্রয়োজনে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানাবে।

Comment here