সাতক্ষীরা জেলা প্রশাসনের চিঠিতে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সাতক্ষীরা জেলা প্রশাসনের চিঠিতে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলার চার সংসদ সদস্যকে দেওয়া আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল লেখা হয়েছে। শুধু তাই নয় সভাটি স্থগিত করার জন্য যে চিঠি দেওয়া হয়েছে তাতেও ‘বঙ্গবন্ধু’ বানান ভুল লেখা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া ওই চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। তিনি লিখেছেন ‘অতিগুরুত্বপূর্ণ দুটি পত্রে “বঙ্গবন্ধু” বানান।’

তবে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপনে পর্যালোচনা সভা উপলক্ষে গত সোমবার সাতক্ষীরার চার জন সংসদ সদস্যকে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা পত্র প্রেরণ করেন। চিঠিতে আজ বুধবার দুপুর ১২টায় সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। ওই পত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান চিঠির বিষয়সহ তিন স্থানে ভুলভাবে ‘বঙগবন্ধ’ লেখা হয়েছে। এরপর সভাটি স্থগিত করে আরও একটি চিঠি পাঠানো হয় এবং সেখানেও বঙ্গবন্ধু বানান আগের ভুল বানানেই লেখা হয়।

পরে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ তার ফেসবুকে ওই আমন্ত্রণপত্রের ছবিসহ গুরুত্বপূর্ণ চিঠিতে এ ধরনের ভুলের কথা উল্লেখ করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ওই চিঠিতে স্বাক্ষরকারী সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা বলেন, ‘অফিস সহকারী ভুল করে এমনটা করে ফেলেছেন যদিও আমার এটা দেখা উচিত ছিল। পরবর্তী চিঠিটিও পূর্বের চিঠি থেকে কপি করতে গিয়ে ভুল করে ফেলেছেন। এটা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত করণিক মিসটেক।’

এদিকে বিষয়টি নিয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে পর্যালোচনা সভার জারিকৃত নোটিশে বঙ্গবন্ধু বানানে করণিক ভুলের কারণে উ-কার পড়েনি, যা অনিচ্ছাকৃত ভুল। এ ধরনের ভুল কোনোমতেই কাঙ্ক্ষিত নয়। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

Comment here