সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) হুসেইন মুহম্মদ এরশাদ (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রথম ও শেষ বারের মতো এরশাদকে দেখতে চেয়ে পেসবুকে স্ট্যাটাস দিয়েছে শোবিজ অঙ্গনের সমালোচিত নায়িকা সানাই মাহবুব।
নিজের ফেসবুক পেজে সানাই লিখেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ ১৪ জুলাই বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা। আমি চেষ্টা করছি তার চেহারা টা প্রথম এবং শেষ বারের মতো দেখার!’
সানাই আরো লিখেন, ‘বিদ্রঃ রংপুরের মেয়ে হিসেবে আমি যখনই আমার দিদা বাড়ির নাম মিডিয়ার কারো সামনে বলতাম তখনই আমাকে একটা কথাই সবাই বলতো, এরশাদের এলাকার মেয়ে! কিন্তু তার জীবদ্দশায় কখনও একবারের জন্যেও দেখা কিংবা কথা হয় নি! এই প্রথম এবং শেষ বারের মতো তার চেহারা টা দেখতে চাই’
Comment here