সানাকে ‘এসবের মধ্যে’ জড়াবেন না : সৌরভ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

সানাকে ‘এসবের মধ্যে’ জড়াবেন না : সৌরভ

অনলাইন ডেস্ক  : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল পুরো দেশ। এমন পরিস্থিতিতে নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা সংশোধিত আইনের বিরুদ্ধে একটি পোস্ট দেন। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

তবে পরিস্থিতি সামাল দিতে ‘মাঠে’ নেমেছেন সৌরভ। মেয়েকে এসব থেকে দূরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করে এই আহ্বান জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই প্রেসিডেন্ট।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সানার দেওয়া পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। যদিও পরে তা সরিয়ে ফেলা হয়। কিন্তু তার দেওয়া পোস্টটি বেশ আলোচনায় উঠে এসেছে, তা বুঝতে অসুবিধা হয়নি সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

এরপরই নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সৌরভ। টুইটে তিনি লিখেন, ‘এসব বিষয় থেকে সানাকে দয়া করে দূরে রাখুন। এই পোস্টটি সত্যি নয়। রাজনীতির কিছু সম্পর্কে জানার ব্যাপারে ও খুবই ছোট।’

বুধবার দুপুরে সৌরভের মেয়ে সানা লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ তার টুইটার অ্যাকউন্টে পোস্ট করেন। সেখানে লেখা ছিল- ‘যারা মনে করছেন আমরা তো মুসলিম বা খ্রীস্টান নই! তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই! তারা আসলে মুর্খের স্বর্গে বাস করছেন। পশ্চিমি সংস্কৃতি পছন্দ করা যুবসমাজ ও বামপন্থী ইতিহাসবিদদের আক্রমণ করতে শুরু করেছে সংঘ। ভবিষ্যতে ওদের নজর পড়বে স্কার্ট পরা মেয়ে, মাংস খাওয়া লোকজন, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বছরে একবার অন্তত তীর্থযাত্রায় না যাওয়া লোকজনদের ওপর। ওদের নজর পড়বে মাজনের বদলে টুথপেস্ট ব্যবহার করা লোকজনের ওপর। যারা দেখা হলে জয় শ্রীরাম বলে না চেঁচিয়ে হ্যান্ডশেক করে বা চুমু খেয়ে কুশল বিনিময় করে তাদের ওপর। আমরা কেউ আর নিরাপদ নই। ভারতকে বাঁচাতে হলে এই সত্যিটা আমাদের বুঝতে হবে।’

পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই অবশ্য সানা সেটি ডিলিট করেন। ততক্ষণে অবশ্য সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।

নেট দুনিয়ায় ইতিমধ্যেই সানার এই পোস্ট বহু আলোচিত হয়েছে। অনেকেই মনে করছেন, গোটা পোস্টটাতে যেভাবে খুশবন্তের লেখার মাধ্যমে সানা ভারতের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরেছেন, তা প্রশংসনীয়।

Comment here