সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস : - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস :

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী দুদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। র সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে তাপমাত্রা রেকর্ড মাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকালে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৮শ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।কোনো সংকেত না দেখিয়ে এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

Comment here