সারা রাত আটকে রেখে শিক্ষার্থীদের করোনা পরীক্ষা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

সারা রাত আটকে রেখে শিক্ষার্থীদের করোনা পরীক্ষা

অনলাইন ডেস্ক : করোনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রেখেছে চীনের একটি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সংবাদমাধ্যম জিমু নিউজের বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এক কর্মীর করোনা শনাক্ত হওয়ার পর স্কুলটির সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে অপেক্ষা করতে বলা হয়। অভিভাবকরা এ সময় উদ্বিগ্ন হয়ে বাইরে অপেক্ষা করছিলেন।

পরে স্থানীয় সময় মধ্যরাতে স্কুলের অধ্যক্ষ অভিভাবকদের জানান, কিছু শিশুকে কোয়ারেন্টিনে যেতে হবে। সারা রাত স্কুলেই কাটাতে হবে তাদের। পরদিন ফলাফল পেলে তাদের ছেড়ে দেওয়া হবে।

কতজন শিক্ষার্থীকে এ ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা স্পষ্ট নয়। তবে নিউ ট্যাং ডাইনেস্টি টেলিভিশন আউটলেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। স্কুলটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

twitter sharing button

Comment here