সিনহা হত্যার সুষ্ঠু বিচার না হলে ‘গণআদালত’ বসানো হবে : মান্না - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিনহা হত্যার সুষ্ঠু বিচার না হলে ‘গণআদালত’ বসানো হবে : মান্না

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে ‘গণআদালত’ বসানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যা ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মান্না বলেন, ‘বিচার যদি তারা (সরকার) না করে, তাহলে আমরা বিচার করব। দরকার লাগলে এই প্রেসক্লাবের সামনে গণআদালত বসবে।’

তিনি আরও বলেন, ‘বিচার ওরা (সরকার) করবে না। কারণ এই পুলিশকে দিয়ে দুই বছর আগে ভোটের নামে আগের রাতে সব ব্যালট কেটেছে, এই পুলিশকে ঘুষ দিয়েছে, এই পুলিশকে রাতের বেলা বিরিয়ানি খাইয়েছে। এরা ডাকাত।’

মান্না বলেন, ‘আমাকে বলেন, একটা একটা করে ২০৪ জন লোককে একজন থানার ওসি নিজের সিদ্ধান্তে গুলি করে হত্যা করতে পারে? আমাদের লড়াই কোনো বাহিনীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই এই সবগুলো বাহিনী যারা দুর্বৃত্তায়িত করেছে, এই সবগুলো বাহিনীকে দিয়ে যারা খুন করিয়েছে, যারা জনগণের ওপর অত্যাচার করেছে সেই সরকার, সেই সরকারে বসে আছে যে দল, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। ওরা ১২ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে।’

এ সময় এখন পর্যন্ত যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের শ্বেতপত্র প্রকাশ করারও দাবি জানান মান্না।

এ সময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেন, ‘সিনহার হত্যা নিয়ে রাজনীতিকরণ করতে চাই না। সুষ্ঠু বিচার না হলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করব। আর এই হত্যাকাণ্ডের বিচার জনতার আদালতে করব ইনশাল্লাহ। অপেক্ষা করুন।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় এ মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত লে. কর্নেল জয়নুল আবেদীন, শিরিন সুলতানা, অবসরপ্রাপ্ত মেজর সারোয়ার হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন ও ডাকসুর ভিপি নূর হোসেন প্রমুখ।

Comment here