সিরাজগঞ্জে বন্যার পনিতে ভাসল ২ শিশুর লাশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সিরাজগঞ্জে বন্যার পনিতে ভাসল ২ শিশুর লাশ

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে চর ডগলাস গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামের কৃষক আসাদুল ইসলামের শিশু কন্যা তিথী খাতুন (৬) ও প্রতিবেশী আব্দুল জলিলের শিশু কন্যা আয়েশা খাতুন (৬) নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে বাড়ির পাশের বন্যার পানিতে ভাসমান ওই দুই শিশুর লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান এসএম জিয়াউল হক। শনিবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ওই দুই শিশুর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

Comment here