সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অতিরিক্ত ভাড়া নেয়ায় অভি, এস আই, সেবা লাইন সহ ১৭ টি বাসকে জরিমানা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও অতিরিক্ত ভাড়া নেয়ায় অভি, এস আই, সেবা লাইন সহ ১৭ টি বাসকে জরিমানা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মুলিবাড়ি এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকার মহাসড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ০৬ আগস্ট বিকাল ৪.৩০ টায়  জেলা প্রশাসনের সহকারী  কমিশনার ও   বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ  আদালত সূত্রে জানা গেছে যে, পরিবহন কাউন্টারগুলোতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রা পথে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করার দায়ে সিরাজগঞ্জের এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, অভি পরিবহনসহ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মোট ১৭ টি  পরিবহনকে ৫০৫০০ টাকা জরিমানা করেন।
এছাড়াও মহাসড়কে অতিরিক্ত পণ্য বোঝাই করার অপরাধে ০৫ টি মালবাহী ট্রাককে ১৫০০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান যে, জনগনের অধিকার ও স্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এ এস পি মহিউদ্দিন মিরাজ ও তার দল এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

Comment here