সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোবহান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আব্দুস সোবহান চাঁদপুর জেলার হাইমচর থানার মোয়াজ্জেমপুর গ্রামের আব্দুল গণি সরকারের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে হানিফ পরিবহন যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫২০৭) তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়। এঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Comment here