সমগ্র বাংলাসিলেট

সিলেটে ফানি ভিডিও করতে সুরমা ব্রীজ থেকে ঝাঁপ,নিখোঁজ ১

সিলেট ব্যুরো: সিলেটে টিকটকের ভিডিও করতে গিয়ে সুরমা নদীতে পড়ে একজন নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টায় সিলেট শহরতলী তৈমুখি শাহজালাল ৩নং ব্রীজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- বিকেলে টিকটকের ভিডিও করতে তিনজন বালক শাহজালাল (রহ.) ৩নং ব্রীজে যায়।

সেখানে তারা ভিডিও করার সময় নদীতে প্রথমে একজন ঝাঁপ দিলে পরবর্তীতে অন্যজন ঝাঁপ দেন তৃতীয় একজন ভিডিও করে। এরপর থেকে তাদের মধ্যে একজন নদীর পারে উটলে অন্যজনের খোঁজ মিলছে না। রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে স্থানীয় নৌকার মাঝিরা খোঁজা খোঁজি করছেন বলে জানাগেছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ বালকের কোন সন্ধান মিলছেনা বলে জানিয়েছেন স্থানীয় রা।

Comment here

Facebook Share