শিবাঙ্গী সিংহ কলকাতা: বাজারে জিনিসপত্রের দাম এর সাথে সাথে গ্যাসের দাম ও বেড়েই চলেছে, কিন্তু এবার দাম বাড়া নয় এক ধাক্কায় কমে গেল গ্যাসের দাম ৮৫ টাকা। তবে গ্যাসের দাম কমায় কোনো কী পরিবর্তন লক্ষ করা যাবে রান্নাঘরে?
উল্লেখ্য, ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দাম ছিল ১৯৬০.৫০ টাকা। জুন মাসের শুরুতেই কমে গেল এই গ্যাসের দাম, হলো১৮৭৫.৫০ টাকা। বেশ অনেকটাই কমল দাম, কিন্তু দাম কমানো হল LPG সিলিন্ডারের।প্রত্যেক বাড়িতেই সিলিন্ডার কেনার সময় অসুবিধা তে পরতে হচ্ছে। কলকাতা তে গ্যাসের দাম কমায় আজ থেকেই ধার্য করা হচ্ছে এই দাম।
প্রসঙ্গত, ১৯ কেজি গ্যাসের দাম কমে ১৮৭৫.৫০ টাকা হলেও, কমল না ১৪.২ কেজি গ্যাসের দাম। বাজার দরে গ্যাসের দাম না কমায় অনেকেই অনেক অপ্রস্তু এ পরছেন সিলিন্ডার কিনতে গিয়ে। জ্বালানির দাম কমানো বাড়ানোর ওপর নির্ভর করে কমানো হচ্ছে LPG গ্যাসের দাম ,আগের মাসেও কমানো হয়েছিল এর দাম। তবে ১৪.২ কেজি গ্যাসের দাম ১১২৯ টাকা থাকায় কোনো প্রভাব পরবে না সাধারণ মানুষদের হেঁশেলে।
Comment here