জয়ন্ত সাহা যতন : গাইবান্ধার সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভানুষ্ঠিত হয়েছে।গত সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সোলেমান আলীর সভাপতিত্বে এ সভানুষ্ঠিত হয়।এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি)- রাসেল মিয়া, উপজেলা প্রকৌশলী- আবুল মুনসুর, থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান, ইউপি চেয়ারম্যান- নাজমুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার- বীর মুক্তিযোদ্ধা- এমদাদুল হক বাবলু, বীর মুক্তিযোদ্ধা- সিরাজুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি- নিমাই চন্দ্র ভট্টাচার্য, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি- আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান- হাফিজা বেগম কাকলী, রাজনৈতিক ব্যক্তিত্ব সাদিকুল ইসলাম দুলাল, পৌর আ’লীগের সভাপতি- আহ্সানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ।
Comment here