সুন্দরগঞ্জে জ্বালানি তেল পাম্প বন্ধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সুন্দরগঞ্জে জ্বালানি তেল পাম্প বন্ধ

জয়ন্ত সাহা যতন : গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হওয়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানী তেল সরবরাহ বন্ধ রয়েছে। জ্বালানী তেল সরবরাহ বন্ধ হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন এলাকার বিভিন্ন যান-বাহন চালকসহ সাধারণ মানুষ।জানা গেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ১ ডিসেম্বর সকাল থেকে এ কর্ম বিরতি শুরু করেন।

উপজেলার জ্বালানী তেল ব্যবহারকারী মটর সাইকেল, মাইক্রো বাস, ট্রাক, ট্রাকটর, ট্রলি, বাস মালিকগণ পূর্ব থেকেই ধর্ম ঘটের বিষয়টি জানতে না পেরে যান-বাহন নিয়ে বিপদে পড়েছেন।সরেজমিনে দেখা যায়, উপজেলার মেসার্স করিম এন্ড সন্স ফিলিং ষ্টেশন, মেসার্স এ খলিল ফিলিং ষ্টেশনসহ বিভিন্ন ফিলিং ষ্টেশনে মানুষ তাদের যান-বাহনে জ্বালানী তেল নেয়ার জন্য আসছেন।

কিন্তু ডিপো গুলোতে জ্বালানী তেল থাকা সত্বেও কর্তৃপক্ষ তেল বিক্রয় না করায় জ্বালানী তেল ছাড়াই ফিরে যেতে হচ্ছে চালকদেরকে।

Comment here