ঢাকাসমগ্র বাংলা

সুপ্রিম কোর্ট এলাকায় ৩ মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, হাইকোর্টে এলাখায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে গেছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামীকাল বৃহস্পতিবার। এ কারণে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন অবস্থায় আজ সেখানে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Comment here

Facebook Share