সেন্টমার্টি থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
চট্টগ্রামসমগ্র বাংলা

সেন্টমার্টি থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার মধ্যরাতে এই ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম।

হামিদুল ইসলাম জানান, টেকনাফ স্টেশনের কোস্টগার্ডের একটি বিশেষ টহলদল শনিবার মধ্যরাতে সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে একটি ট্রলারকে থামার সংকেত দেয়। ট্রলারটি না থেমে ভাসমান ফ্লোটের দুটি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের সীমানার দিকে পালিয়ে যায়। পরে ফেলে দেওয়া বস্তা খুলে গণনা করে এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, অপর একটি অভিযানে সেন্টমার্টিন ডেইল পাড়া বাজার সংলগ্ন এলাকায় একটি পলিথিন ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Comment here