সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় আজ মঙ্গলবার সকালে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কের দুপাশে সৃষ্ট তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জানা যায়, গত ২ এপ্রিল উপজেলার মোগরাপাড়া সরকারি এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় একটি রিকশায় যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে বহনকারী রিকশাকে ধাক্কা দিলে জয়া গুরুতর আহত হয়। এর চার দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়ার মৃত্যুতে ওই স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সকালে নিরাপদ সড়কের দাবিতে সাদিপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে মহাসড়কের দুপাশে মেঘনাঘাট থেকে মদনপুর পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও কাচঁপুর হাইওয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

মোগরাপাড়া সরকারি এইচ জিজিএস স্মৃতি বিদ্যায়তনের শিক্ষার্থী তানিয়া আক্তার, সুমাইয়া ইসলাম ও মাহামুদ হাসান জানায়, সড়কে বাসের ধাক্কায় তাদের সহপাঠী নিহত হওয়ায় তারা মর্মাহত। তাই ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগানে রাস্তায় নেমেছে তারা। যাতে তাদের আর কোনো সহপাঠীর অকালে প্রাণ দিতে না হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার পর ওই বাসের চালক ও সহকারীকে আটক করে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

Comment here