আন্তর্জাতিক

সৌদি আরবে কারফিউ জারি

কামাল পারভেজ অভি,সৌদি আরব : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবে কারফিউ (সান্ধ্য আইন) ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২১ দিনের জন্য এ কারফিউ জারি থাকবে।

গতকাল রোববার দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই কারফিউ জারির আদেশ দেন।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে কারফিউ শুরু হয়ে চলবে পরদিন সকাল ৬টা পর্যন্ত।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গতকাল পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জন। এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

কমিউনিটি যোগাযোগের মাধ্যমে মানুষ আক্রান্ত হচ্ছেন উল্লেখ করে মো. আল আবদেল জনগণকে ঘরে থাকার ও অন্যদের সঙ্গে না মেশার আহ্বান জানান।

Comment here

Facebook Share