সৌদি আরবে সব শপিং মল বন্ধ রাখার নির্দেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

সৌদি আরবে সব শপিং মল বন্ধ রাখার নির্দেশ

কামাল পারভেজ অভি,সৌদি আরব : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে খাবারের দোকান ও ফার্মেসি ছাড়া সব শপিং মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। তবে রেস্তোরাঁ ও ক্যাফেতে খাবার পরিবেশন নিষিদ্ধ করলেও বাইরে খাবার সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।

গতকাল রোববার দেশটির সরকার এ নির্দেশ দেয়। এদিন সন্ধ্যায় সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার অন্যতম শপিং সেন্টার খারেস সাওয়ারিখের বিভিন্ন মলের কর্তৃপক্ষের কাছে এমন নোটিশ পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।

সৌদি আরবে বিয়েসহ সকল জনসমাবেশ স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য শপিং মলগুলোর ভেতর ও বাইরে বিনোদনমূলক এবং খেলাধুলার জায়গাগুলো অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বর্তমানে সৌদি আরব জুড়ে মরণঘাতী করোনাভাইরাসে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে দেশটিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

Comment here