স্বস্তিতে ঢাকা ফিরতে পেরে খুশি যাত্রীরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্বস্তিতে ঢাকা ফিরতে পেরে খুশি যাত্রীরা

ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরছেন অনেকে। আজ সোমবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন ট্রেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাবতলী, মহাখালী ও মহাখালী বাস টার্মিনালে এসে নামছে যাত্রীরা। কোনো প্রকার যানজট ছাড়া স্বস্তিতে ঢাকা ফিরতে পেরে খুশি যাত্রীরা।

আজ সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ঠিক ১০টায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। ট্রেন স্টেশনে থামার পরপরই যাত্রীরা নিজ নিজ গন্তব্যে ছুটতে থাকেন।

এদিকে, ঈদের চার দিন পরও ঘরমুখো যাত্রীর ভিড় রয়েছে কমলাপুর রেল স্টেশনে। অধিকাংশ যাত্রী ঈদ পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন। নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠতে প্লাটফর্মে অপেক্ষা করছেন অনেকে।

সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, সোয়া ১০টায় একতা এক্সপ্রেস নিজ গন্তব্যে ছেড়ে গেছে। সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১টি আন্তঃনগর ট্রেন যথা সময়ে কমলাপুরে পৌঁছায়। আবার যাত্রী নিয়ে নিজ গন্তব্যে ছেড়ে যায়। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করছি।

এদিকে সকালে গাবতলী বাস টার্মিনালে ভিড় তুলনামূলক কম দেখা গেছে। টার্মিনালের উল্টো পাশের সড়কে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো থামিয়ে যাত্রী নামাচ্ছেন। যাত্রীরা নেমে তাদের ব্যাগ, লাগেজ নামাচ্ছেন বাসের বক্স থেকে। অন্যদিকে ঢাকার রুটে চলাচলকারী বিভিন্ন বাস থামছে সড়কটিতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঠিক সময়ে রাজধানীতে ফিরছে বাসগুলো।

ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল রবিবার। আজ থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে আসতে শুরু করেছে মানুষ। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের। যাত্রীরা জানান, ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো। তবে সার্বিকভাবে এবারের ঈদ যাত্রা ভালো হয়েছে বলে যাত্রীর জানান।

হানিফ বাসের কাউন্টার ম্যানেজার মিলন বলেন, ভোর চারটা থেকে সকাল ১০টা পর্যন্ত আমাদের সব বাস নির্ধারিত সময়ে পৌঁছেছে।

Comment here