স্বামীকে ‘স্বপ্নে ভালোবেসে’ ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

স্বামীকে ‘স্বপ্নে ভালোবেসে’ ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

অনলাইন ডেস্ক : কাজের জন্য সাত মাস ধরে স্বামী অন্যত্র অবস্থান করছিলেন। পূজা উপলক্ষে বাড়ি ফিরে শুনলেন, স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা! এমনটা কী করে হলো-উত্তরে স্ত্রী জানালেন, ‘স্বপ্নে তোমাকে দেখে, তোমায় ভালোবেসে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি।’ অবাক করার মতো এই ঘটনা ঘটেছে ভারতে বিহারের ভাগলপুরে।

 

ভারতীয় গণমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্বপ্নে ভালোবেসে’ স্ত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ব্যাখ্যায় অবাক হয়েছেন স্বামী, এমনকি শ্বশুরবাড়ির লোকজন ও এলাকাবাসী।

ছেলের বউয়ের এমন কাণ্ডকারখানায় শ্বশুর বাড়ির লোকজন রেগে গেছেন।

স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী যে পরকীয়ায় জড়িয়েছেন-এ কথা বুঝেছেন পঞ্চায়েত সদস্যরাও।ads

 

 

এলাকায় বিষয়টি জানাজানি হতেই ছেলের বউকে বাবার বাড়ি পাঠিয়ে দেন তার শ্বশুরবাড়ির লোকজন। তবে ওই নারীর ননদ পুলিশে অভিযোগ দায়ের করে ডিএনএ পরীক্ষা করানোর দাবি জানিয়েছেন।

এদিকে ওই নারীর ভাই শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে যৌতুকের দাবি করার অভিযোগে পাল্টা মামলার হুমকি দিয়েছেন।

তবে ওই নারীর ফোন ঘেঁটে দেখা গেছে, এক ব্যক্তির নম্বর থেকে ঘন ঘন ফোন আসতো। আর এজন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের দাবি, এই ব্যক্তির সঙ্গেই পরকীয়ায় জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বাড়ির বউ।

Comment here