স্বামী-স্ত্রী মিলে ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীর কোটি কোটি টাকা আত্মসাৎ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্বামী-স্ত্রী মিলে ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীর কোটি কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎকারী দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। গতকাল সোমবার লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন ক্রেস্ট সিকিউরিটিজের চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ ও তার স্ত্রী পরিচালক নিপা সুলতানা।

এইচ এম আজিমুল হক জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্রেস্ট সিকিউরিটিজ ব্রোকারেজ হাউজটি গত ২২ জুন ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীর কোটি কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছিল। পরে এই ঘটনায় পল্টন থানায় দুটি মামলা দায়ের হয়। সেই মামলাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাদের প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটিজে ২২ হাজার বিও অ্যাকাউন্টধারীরা প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই টাকার মধ্যে তারা ১৮ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে।

এছাড়াও তারা ৪৪/৪৫ জন ব্যক্তির কাছ থেকে তারা মুনাফা দেওয়ায় শর্তে ৩০ কোটি টাকা ঋণ নিয়েছে।

Comment here