সারাদেশ

হত্যা, নাশকতাসহ ৬ মামলার আসামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সোহরাব হোসেন বাবু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ শুক্রবার(২৭ মার্চ) ভোরে সাতক্ষীরা সদরের ব্রক্ষরাজপুর বাজারের পাশে দাউদ আলীর আমবাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নান ওয়াহেদ আলী গাজী। তিনি ধুলিহরের তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।

সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে ওয়াহেদ আলী গাজী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ওয়াহেদ আলী গাজীর প্রতিবেশী বাবু জানান, মোটর সাইকেল ভাড়া চালাতো ও মাছের ব্যবসা করতো ওয়াহেদ। থানায় তার নামে মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, রাত তিনটার দিকে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে সেখানে গোলাগুলি হচ্ছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ওয়াহেদ আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে ওয়াহেদ আলী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল, দুই রাউন্ড গুলি, একটা সুটারগান উদ্ধার করা হয়েছে। তার নামে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলা ও নাশকতাসহ ছয়টি মামলা রয়েছে।

Comment here

Facebook Share