হাটহাজারীতে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও হ্যান্ড গ্লাভস বিতরণ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
চট্টগ্রামসমগ্র বাংলা

হাটহাজারীতে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও হ্যান্ড গ্লাভস বিতরণ

এম.ওসমান গনি (হাটহাজারী প্রতিনিধি) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর উচ্চ বিদ্যালয়।১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়ে এই মা (বিদ্যালয়) হাজার হাজার সন্তানের জন্ম দিয়েছে। তারই সু-সন্তান ২০০৯ ব্যাচ এর এক ঝাক তরুন। একেক জনের পেশা একেকটা। অবস্থান আর পেশার ভিন্নতা থাকলেও আমরা বন্ধু-২০০৯ নামক একটি গ্রুপ, এক করে রেখেছে তাদের।
দেশের ভয়াবহ এই পরিস্থিতিতে তারা গ্রুপে প্রাথমিকভাবে আলোচনা করে। নিজ এলাকা, সমাজ তথা দেশের জন্য কিছু করার। দেশে যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, তখন তারা উদ্যোগ নিল করোনা ভাইরাস প্রতিরোধ করতে অন্তত নিজ এলাকায় হলেও জীবাণুনাশক স্প্রে ছিটানোর।
তারই ফল স্বরুপ আজ ২৫ মার্চ বুধবার সকাল ১০ টা হতে তারা তাদের কার্যক্রম শুরু করে। শুরুতেই সরকারহাট গণি শপিং সেন্টার হয়ে সরকারহাট বাজার, স্টেশন রোড, ডিসি রোড, মুহুরীহাট বাজার, ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ ও মুহুরীহাট বটতল পর্যন্ত জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে তাদের কার্যক্রম শেষ করেন। স্প্রে করার পাশাপাশি তারা সকল যানবাহনের  ড্রাইভার ও দোকানদার ভাইদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।
এর আগে তারা ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রুহুল আমিন স্যারের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। ইউএনও স্যার তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুমতি প্রদান করেন।
আমরা বন্ধু-০৯ব্যাচ একজন সদস্য বলেন, আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সাথে সাথে চারিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সি. শিক্ষক এম. ওসমান গনি, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক নূর উদ্দীন, ডাক্তার সুব্রত রায় চৌধুরী, এমবিবিএস স্বাস্থ্য, চমেক, বখতিয়ার আলম, এসআই, বাংলাদেশ পুলিশ ট্রেনিং, অভি চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, মুহাম্মদ ওসমান গনি শাহিন বিশিষ্ট ব্যবসায়ী, মুহাম্মদ রাশেদুল আলম চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পী শিপন নন্দী, আজিমুল হক মিসবাহ, সাগর পিকলু, বলারাম নাথ, ব্যবসায়ী জাবেদুর রহমান, রিয়াদ ও আরজুসহ আমরা বন্ধু-০৯ ব্যাচ এর দেশ-বিদেশ হতে যারা সার্বিক সহযোগিতা করেছে,  শ্রম দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Comment here