হামলার নির্দেশনা আসে গোপন চ্যানেলে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

হামলার নির্দেশনা আসে গোপন চ্যানেলে

হাবিব রহমান : রাজধানীর পল্টনে পুলিশকে লক্ষ্য করে ছোড়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা নব্য জেএমবির সামরিক শাখার স্লিপার সেলের সদস্য। ওই চার জঙ্গি বেশ কয়েকটি হামলার পরিকল্পনা ও নির্দেশনার দায়িত্ব পালন করেছিল। তাদের কাছ থেকে ইন্টারনেটের গোপন চ্যানেলে নির্দেশনা পেয়ে আইইডি বানাত নব্য জেএমবির আরেকটি গ্রুপ। এ ক্ষেত্রে টেলিগ্রাম ও ওয়্যারের মতো যোগাযোগ চ্যানেল ব্যবহার করত তারা। চার জঙ্গিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে।

গত বৃহস্পতিবার রাতে উত্তরার আজমপুর থেকে এই চার জঙ্গিকে গ্রেপ্তার করে সিটিটিসি। তারা হলো- মামুন আল মোজাহিদ সুমন, আল আমীন ওরফে আবু জিয়াদ, মোজাহিদুল ইসলাম রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত। গতকাল শুক্রবার তাদের ৪ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comment here