নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে বিদেশ ফেরত প্রবাসীরা কোয়ারেন্টিনে না যেতে চাওয়ায় তাদের ‘নবাবজাদা’ বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হয়।
এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলও সমালোচনা করেন। বিষয়টি নিয়ে গতকাল সোমবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই শিক্ষক।
ফেসবুকে আসিফ নজরুল লেখেন, ‘পররাষ্ট্রমন্ত্রী নিজে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি বলেছেন, বিদেশ থেকে ফিরে প্রবাসীরা নবাবজাদা হয়ে যায়। আমার মতে এটাই হওয়া উচিত। আমাদেরও উচিত তাদের নবাবজাদার মতো ট্রিট করা। কারণ এ দেশেটা টিকে আছে তাদের ঘামে-পরিশ্রমে, রেমিটেন্সে।’
ঢাবির এ অধ্যাপক আরও বলেন, ‘বিদেশ থেকে ফিরে নবাবজাদা হলে তাই সমস্যা নেই। সমস্যা হচ্ছে বিদেশ থেকে ফিরে হারামজাদা হয়ে উঠলে। হারামজাদা হওয়ার চেয়ে নবাবজাদা হওয়া ভালো।’
প্রসঙ্গত, গত রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, ‘প্রবাসীরা দেশে আসলে নবাবজাদা হয়ে যান। তারা কোয়ারেন্টিনে যাওয়ার বিষয়ে খুব অসন্তুষ্ট হন। ফাইভ স্টার হোটেল না হলে তারা অপছন্দ করেন।’
Comment here