সারাদেশ

হাসপাতাল থেকে কাল বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে বাসায় ফিরছেন। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল বিকেলের দিকে ম্যাডামকে বাসায় আনা হতে পারে।

২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ?রোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে একাধিকবার পরামর্শও দেয় মেডিক্যাল বোর্ড।

Comment here

Facebook Share