সারাদেশ

হোম সার্ভিস দিতে যাওয়া নারীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডিতে পার্লারের হোম সার্ভিস দিতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী কর্মী। তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর স্বামী জানিয়েছেন, ‘আমার স্ত্রী পার্লারের কাজ শিখেছে। সে অনলাইনের মাধ্যমে পার্লারের হোম সার্ভিস দিয়ে থাকেন।’

তিনি বলেন,‘আমার স্ত্রীকে গতকাল সন্ধ্যায় কাজ করার জন্য এক মেয়ে ধানমন্ডি ২৮ থেকে ফোন করে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে ঐ নারী তাকে রাস্তা থেকে রিসিভ করে একটি বাসার ২য় তলায় নিয়ে যান। সেখানে নেওয়ার পর ঐ নারীসহ তিন যুবক তাকে মারধর করে। এ পর্যায় তারা আমার স্ত্রীকে ধর্ষণ করেন। পরে তাকে ধানমন্ডির একটি রাস্তায় ফেলে চলে যান।’

ভুক্তভোগীর স্বামী আরও বলেন,‘সংবাদ পেয়ে আমি তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে আসি। ঘটনাস্থলটি আমার স্ত্রী চেনেন।’

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ভিকটিম ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল ও ভিকটিমের পক্ষ থেকে আজ আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। আমরা ঘটনাস্থল সনাক্তের চেষ্টা করছি। যে মেয়েটি তাকে হোম সার্ভিসের জন্য ডেকে নিয়ে গিয়েছিলেন, আমরা তাকেও সনাক্তের চেষ্টা করছি। যেহেতু ভিকটিম ঐ বাসা চেনেন। তাই সে অসুস্থ থাকায় এ মুহুর্তে তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না।’

 

Comment here

Facebook Share