নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শুক্রবার রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করনে। তিনি বলেন, ‘কল্যাণপুর নতুনবাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগার খবরে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট কাজ করে রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘আগুন পুরোপুরি নির্বাপণে ফায়ার ফাইটাররা এখনো কাজ করছেন। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করা ফায়ার সার্ভিস দলের রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
Comment here