নিজস্ব প্রতিবেদক : ১৫ থেকে ৩০ বছর বয়সীরা উগ্রবাদে যুক্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশন্যাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান ও মনিরুল ইসলামের যৌথভাবে লেখা একটি গবেষণা গ্রন্থের প্রাক প্রকাশনা ঘোষণা ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‘টেরোরিজম ইন বাংলাদেশ: দি প্রসেস অব র্যাডিকালাইজেশন অ্যান্ড ইয়ূথ ভালনার্যাবিলিটিস’ শীর্ষক গ্রন্থে উঠে এসেছে এমন তথ্য।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গবেষণা গ্রন্থটির প্রকাশনা সংস্থা ইউপিএল’র অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এটি সম্প্রচার করা হয়। ঢাকা বিশ্বদ্যিালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্রন্থের লেখক অধ্যাপক ড. জিয়া রহমান ও মনিরুল ইসলাম এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির আলোচনায় অংশ নেন।
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এখানকার ঘটনার কারণগুলো তারা জানতে চাইত। তাদের আমাদের পর্যবেক্ষণ জানানোর পর তারা বলত, তোমরা কী এগুলো অ্যাকাডেমিকভাবে গবেষণা করে বলছ? না হলে এর গ্রহণযোগ্যতা পাবে না। মূলত তখন থেকেই এই বিষয়ে বিস্তারিত অ্যাকাডেমিক গবেষণার বিষয়টি মাথায় আসে।’
অধ্যাপক জিয়া রহমানের অ্যাকাডেমিক জ্ঞান এবং নিজের পেশাগত অভিজ্ঞতা এ দুটির মিশেলে এই গবেষণাটিকে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করেন মনিরুল ইসলাম।
Comment here