নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে এক কোটিরও বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৩৭ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
জব্দ মাদকের মধ্যে রয়েছে- এক কোটি ৮ লাখ ৮৯ হাজার ৮৪৯টি ইয়াবা ট্যাবলেট, ৫ লাখ ৩৫ হাজার ৮৬৯ বোতল ফেনসিডিল, এক লাখ ১৫ হাজার ৭৯৯ বোতল বিদেশি মদ, ২২ কেজি ১৭ গ্রাম হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য।
এ ছাড়া জব্দকৃত ৮৭ কেজি ৭৬৬ গ্রাম স্বর্ণ, ২১৬ কেজি ৭১৭ গ্রাম রূপা, ৩৩ হাজার ৩৬৬টি শাড়ি, ৯ হাজার ৪৪০টি থ্রিপিস ও শার্টপিস, ১৪ হাজার ৯৬৭টি তৈরি পোশাক ও ২১ হাজার ৪৮৭ মিটার থানকাপড়, ৪১টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩৩টি পিস্তল, ১টি রিভলভার, ৯০টি বন্দুক, ১০ হাজার ৪৭৩টি সকল প্রকার গোলাবারুদ, ৩৫টি ম্যাগাজিন, ২ কেজি ২০০ গ্রাম গান পাউডার এবং ২০টি ককটেল জব্দ করা হয়।
Comment here