জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গোপালগঞ্জে সমাবেশ শেষ করার পর আমরা যখন মাদারীপুর রওনা হই, তখন মুজিববাদী আওয়ামী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় আমাদের গাড়িবহরে হামলা করে। পরে আমরা খুলনা চলে আসি এবং শরীয়তপুরে আমাদের পূর্বনির্ধারিত পদযাত্রা স্থগিত করেছি।’
তিনি আরও বলেন, ‘আজকের হামলায় আমরা এবং বিশ্ববাসী দেখল আওয়ামী লীগের সন্ত্রাসী চেহারা। তারা খুব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে আমাদের ওপর হামলা চালিয়েছে।’
ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনকে সাধুবাদ জানিয়ে নাহিদ বলেন, ‘আজ এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’
গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আসছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই সংবাদ ব্রিফিংয়ে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’
এর আগে গোপালগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় সন্ধ্যায় খুলনায় পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। তারা খুলনা সার্কিট হাউজে অবস্থান করেন।
সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সারোয়ার তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
Comment here