২৪ ঘণ্টায় মৃত চারজন সম্পর্কে যে তথ্য দিলো স্বাস্থ্য অধিদপ্তর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

২৪ ঘণ্টায় মৃত চারজন সম্পর্কে যে তথ্য দিলো স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে দেশে মোট ৫০ জনের মৃত্যু হলো। নতুন মারা যাওয়া চারজনের মধ্যে এক চিকিৎসকসহ তিনজনই পুরুষ ও একজন নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘মৃত্যুবরণ করেছে ৪ জন। তাদের মধ্যে সত্তরের বেশি ২ জন। ইতিমধ্যেই শুনেছেন আমাদের একজন চিকিৎসক মারা গেছেন, যার বয়স ৫০ বছর এবং আরেকজন ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন। ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে যিনি ছিলেন উনি কোমোরবিডিটি, ক্যানসার আক্রান্ত ছিলেন। এরসঙ্গে উনি কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই চারজনের মধ্যে পুরুষ তিনজন, মহিলা একজন।’

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৯ এবং মারা গেছেন ৪ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৩১ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৫০ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Comment here