৪৬ জেলার জজ কে সরকারি গাড়ি প্রদান করেছেন আইনমন্ত্রী আনিসুল হক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

৪৬ জেলার জজ কে সরকারি গাড়ি প্রদান করেছেন আইনমন্ত্রী আনিসুল হক

৪৬ জন জেলা ও দায়রা জজকে ৪৬টি গাড়ির চাবি হস্তান্তর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।  বৃহস্পতিবার ঢাকার আব্দুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে জেলা জজদের গাড়ি হস্তান্তর করেন তিনি।  এ ছাড়া আগামী রোববার ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকেও গাড়ি প্রদান করা হবে বলে জানান মন্ত্রী।

জেলা ও দায়রা জজ/ সমমর্যাদার বিচারককে ৪৬টি গাড়ির চাবি হস্তান্তর করে আইনমন্ত্রী বলেন, ‘অধস্তন আদালতে কর্মরত সকল জেলা ও দায়রা জজকে সরকারি গাড়ি প্রদান করা শেষ হলো। এখন পর্যায়ক্রমে সকল অতিরিক্ত জেলা ও দায়রা জজকে গাড়ি প্রদান করা হবে। আগামী রোববার ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে গাড়ি প্রদান করা হবে। ‘

তিনি বলেন, ‘২০১৮-২০১৯ অর্থ বছরে ৩৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৩২০ টাকা ব্যায়ে ১০৯টি সিডান কার এবং ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এগুলোর মধ্যে জেলা ও দায়রা জজ/সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৬টি কার ক্রয় করা হয়েছে, যার প্রতিটির মূল্য ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৫ টাকা। অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য ৬২টি কার ক্রয় করা হয়েছে, যার প্রতিটির মূল্য ২৯ লাখ ৫৯ হাজার টাকা। ’

এ ছাড়া ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের জন্য একটি কার এবং ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ছয়টি জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

Comment here